দুই ছেলেসহ করোনা আক্রান্ত পলক | Daily Chandni Bazar দুই ছেলেসহ করোনা আক্রান্ত পলক | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৫ জানুয়ারী, ২০২২ ১৫:৩১
দুই ছেলেসহ করোনা আক্রান্ত পলক
অনলাইন ডেস্ক

দুই ছেলেসহ করোনা আক্রান্ত পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও তার দুই ছেলে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৪ জানুয়ারি) রাত ১১টার ৪০ মিনিটে নিজের ফেরিফাইড ফেসবুকে স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন।

ওই স্ট্যাটাসে তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এছাড়া সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছেন।
ফেসবুক স্ট্যাটাসে জুনাইদ আহমেদ পলক লিখেছেন, ‘কিছুক্ষণ আগে কোভিড টেস্ট রিপোর্ট পেয়েছি। রিপোর্টে আমার, আমার বড় ছেলে অপূর্ব এবং মেজো ছেলে অর্জনের কোভিড পজেটিভ এসেছে।’ এ ছাড়া তিনি তার পরিবারের জন্য দোয়া কামনা করেছেন। ফেসবুক স্ট্যাটাসে তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলেন এবং টিকা গ্রহণের অনুরোধ জানান।

উল্লেখ্য, আইসিটি প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র সফর শেষে গত সপ্তাহে ঢাকায় ফিরেছেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন