মুম্বাইয়ে তিনদিনে দু’শোর বেশি চিকিৎসক করোনা আক্রান্ত | Daily Chandni Bazar মুম্বাইয়ে তিনদিনে দু’শোর বেশি চিকিৎসক করোনা আক্রান্ত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৬ জানুয়ারী, ২০২২ ১৪:৪০
মুম্বাইয়ে তিনদিনে দু’শোর বেশি চিকিৎসক করোনা আক্রান্ত
অনলাইন ডেস্ক

মুম্বাইয়ে তিনদিনে দু’শোর বেশি চিকিৎসক করোনা আক্রান্ত

ওমিক্রন আবহে দেশ জুড়ে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের মধ্যে কোভিড আক্রান্তের সংখ্যা বিপুল ভাবে বাড়তে শুরু করেছে। কোনও হাসপাতালে এক সঙ্গে ৭০ জন, তো কোনও হাসাপাতলে তারও বেশি চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হচ্ছেন। তবে এর মধ্যে মুম্বইয়ের ছবিটা বোধহয় সবচেয়ে ভয়াবহ। গত তিন দিনের মধ্যে শহরের সরকারি হাসপাতালগুলির ২২০ জন চিকিৎসক কোভিডে আক্রান্ত হয়েছেন।

মহারাষ্ট্রের চিকিৎসক সংগঠন সূত্রে খবর, জেজে হাসপাতালে গত ৭২ ঘণ্টায় ৭৩ জন চিকিৎসকের কোভিড ধরা পড়েছে। কিং এডওয়ার্ড মেমোরিয়াল হাসপাতালে আক্রান্ত ৬০ জন চিকিৎসক। লোকমান্য তিলক মিউনিসিপ্যাল জেনারেল হাসপাতালে এক সঙ্গে ৮০ জন চিকিৎসক কোভিডে আক্রান্ত হয়েছেন। এছাড়া আর এন কুপার হাসপাতালে সাতজন এবং ঠাণের ছত্রপতি শিবাজি হাসপাতালের আট চিকিৎসকের কোভিড সংক্রমণ ধরা পড়েছে। যেভাবে দেশজুড়ে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা কোভিডে আক্রান্ত হচ্ছেন তাতে স্বাস্থ্য পরিষেবা নিয়ে দেশজুড়ে একটা আশঙ্কার মেঘ তৈরি হচ্ছে।

 সূত্র : আনন্দবাজার

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন