৩৭ হাজার ইয়াবাসহ দুই নারী কারবারি আটক | Daily Chandni Bazar ৩৭ হাজার ইয়াবাসহ দুই নারী কারবারি আটক | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৬ জানুয়ারী, ২০২২ ১৪:৫৫
৩৭ হাজার ইয়াবাসহ দুই নারী কারবারি আটক
অনলাইন ডেস্ক

৩৭ হাজার ইয়াবাসহ দুই নারী কারবারি আটক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড এলাকায় একটি বাসে অভিযান চালিয়ে দুই নারী মাদককারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় তাদের কাছ থেকে ৩৭ হাজার ১৫ পিস ইয়াবা জব্দ করা হয়।

আটকরা হলেন- ভারতী ধর (৩৫) ও পটরানী ধর (৪০)। তাদের মধ্যে ভারতী ধরের বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলায় ও পটরানীর বাড়ি একই জেলার রামু উপজেলায়।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) চট্টগ্রাম র্যাব জানায়, গোপন সূত্রে মাদক পাচারের সংবাদ পেয়ে গতকাল (বুধবার) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বড়দারোগার হাট এলাকায় একটি বিশেষ চেকপোস্ট বসানো হয়। বিভিন্ন গাড়ি তল্লাশির একপর্যায়ে একটি যাত্রীবাহী বাস থেকে দুই নারী মাদক কারবারিকে আটক করা হয়।

চট্টগ্রাম র্যাবের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমএ ইউসুফ বলেন, দুই নারীর কাছ থেকে উদ্ধার হওয়া ইয়াবার বাজারমূল্য আনুমানিক এক কোটি ১১ লাখ টাকা। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন