বঙ্গবন্ধুর সমাধিতে প্রধান বিচারপতির শ্রদ্ধা | Daily Chandni Bazar বঙ্গবন্ধুর সমাধিতে প্রধান বিচারপতির শ্রদ্ধা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৭ জানুয়ারী, ২০২২ ১৫:০৮
বঙ্গবন্ধুর সমাধিতে প্রধান বিচারপতির শ্রদ্ধা
অনলাইন ডেস্ক

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধান বিচারপতির শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নব নিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

শুক্রবার (৭ জানুয়ারি) সকালে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং ফাতিহা পাঠ করে তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

এসময় রেজিস্টার জেনারেল মো. আলী আকবর, গোপালগঞ্জের জেলা দায়রা জজ (সিনিয়র) অমিত কুমার দে, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, এডিসি জেনারেল ইলিয়াসুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন