গরীব দুখী অসহায় মানুষের সেবা করতে হবে | Daily Chandni Bazar গরীব দুখী অসহায় মানুষের সেবা করতে হবে | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৭ জানুয়ারী, ২০২২ ২৩:৩৪
গরীব দুখী অসহায় মানুষের সেবা করতে হবে
গাবতলীতে রাগেবুল আহসান রিপু
গাবতলী (বগুড়া) প্রতিনিধি

গরীব দুখী অসহায় মানুষের সেবা করতে হবে

 বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু বলেছেন, মানবতার সেবায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। গরীব দুখী অসহায় মানুষের সেবা করতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ছোট বেলা থেকেই অসহায় মানুষের সেবা করেছেন। ধীরে ধীরে তিনি এক সময় বিশ্ব নেতায় পরিনত হয়েছেন। গতকাল শুক্রবার বগুড়া গাবতলীর সোন্দাবাড়ী ভবের বাজার সচেতন নাগরিক কমিটির উদ্যোগে শীতার্থ গরীব মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। সচেতন নাগরিক কমিটির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খলিলুর রহমান খলিলের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুর সহধর্মীনি জোবাইদা আহসান জবা, বড়বোন হাসনা, পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম, সচেতন নাগরিক কমিটির উপদেষ্টা আশিকুর রহমান আশিক, মিলটন হোসাইন, আব্দুল বাছেদ, আনোয়ার হোসেন, আজিজার রহমান, হিটলু, হিরু, রফিকুল, সাজু, হান্নান, কমিটির সভাপতি সামিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল বাকী, সদস্য মিঠু, মোহন, সাজ্জাত, ফিরোজ, আজাদ, রাজ্জাক, ইসমাইল, আব্দুর নুর, রতন, পিন্টু, সেলিম, তারাজুল প্রমুখ। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন