বগুড়ায় ইজতেমায় লাখো মুসল্লির জুম্মার নামাজ আদায় | Daily Chandni Bazar বগুড়ায় ইজতেমায় লাখো মুসল্লির জুম্মার নামাজ আদায় | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৮ জানুয়ারী, ২০২২ ০০:১২
বগুড়ায় ইজতেমায় লাখো মুসল্লির জুম্মার নামাজ আদায়
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় ইজতেমায় লাখো মুসল্লির জুম্মার নামাজ আদায়

বগুড়ায় আঞ্চলিক ইজতেমার দ্বিতীয় দিন শুক্রবার জুম্মার নামাজে লাখো মুসল্লি নামাজ আদায় করেছেন। ৯ একর আয়তনের মাঠে স্থান সংকুলান না হওয়ায় মহাসড়ক ও আশপাশের বিভিন্ন রাস্তা, মাঠ, বাসাবাড়ি এবং খোলা স্থানে নামাজ আদায় করেন মুসল্লিরা।

৮ জানুয়ারী (শনিবার) যোহর নামাজের পূর্বে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বগুড়ার আঞ্চলিক ইজতেমা শেষ হবে। মোনাজাত পরিচালনা করবেন সারা বাংলাদেশের সুরাহ সৈয়দ ওয়াসিফুল্লাহ। আয়োজকরা আশা করছেন, ৩ লক্ষাধিক মানুষ আখেরি মোনাজাতে অংশ নেবেন।
ইজতেমা ব্যবস্থাপনা কমিটির সদস্য শাহ আলম জানান, নামাজে লক্ষাধিক মানুষ অংশ নিয়েছেন বলে আমরা ধারণা করছি। তবে আরও বেশিও হতে পারে। কিন্তু করোনা ও ওমিক্রনের জন্য গতবারের তুলনায় মুসল্লি কম এসেছে।
আয়োজকরা জানান, জুমার নামাজে ইমামতি করেন কাকরাইলের মুরব্বি আব্দুল্লাহ সাহেব।
জানা যায়, জুমার নামাজ আদায়ের জন্য জেলার বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা বিভিন্ন যানবাহন করে ও হেঁটে ইজতেমা প্রাঙ্গনে পৌঁছেন। সকাল ১১ টার মধ্যেই ইজতেমা মাঠ মুসল্লি দিয়ে ভরে যায়। এরপর ঢাকা-বগুড়া মহাসড়কসহ আশপাশের বিভিন্ন বাসাবাড়ি, রাস্তা, খেলার মাঠ, খোলা জায়গায় ও মসজিদে উপস্থিত হন তারা।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ফজরের নামাজ শেষে আম বয়ানের মধ্য দিয়ে বগুড়ার ঝোপগাড়ি এলাকায় মারকাজ মসজিদ প্রাঙ্গণে তিন দিনব্যাপী এই ইজতেমা শুরু হয়। বিশ্ব ইজতেমার সঙ্গে তাল মিলিয়ে তিন দিনব্যাপী এই আঞ্চলিক ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোতাহার হোসেন জানান, ইজতেমা ময়দানের নিরাপত্তায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। রাত-দিন ভাগ করে পালাক্রমে তারা দায়িত্ব পালন করছেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন