
বগুড়ার শাজাহানপুরে বিগত ইউপি নির্বাচনে হেরে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী বেপরোয়া হয়ে উঠেছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন বিজয়ী চেয়ারম্যান প্রার্থী। গতকাল শনিবার বগুড়ার শাজাহানপুর প্রেসক্লাবে বিকাল ৪ টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আতিক জানান, তিনি পুনরায় বিগত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন সাজ্জাদ হোসেন। তিনি নির্বাচনে দাঁড়ানোর পর থেকে অদ্যবধি পর্যন্ত সাজ্জাদ তাকে ও তাঁর পরিবারের সদস্যদের মারপিট করাসহ বিভিন্ন হুমকি-দামকি দিয়ে আসছেন ।
এরই ধারাবাহিকতায় গত ৭ জানুয়ারি শুক্রবার সাজ্জাদ হোসেন তাঁর সন্ত্রাসী বাহিনী নিয়ে রাত সোয়া ৭ টার দিকে বিজয়ী চেয়ারম্যনের ভাই সেলিম রানা টিপু’র ওপর হামলা চালায়। এ সময় সাজ্জাদের সহযোগী মানিক রামদা দিয়ে টিপু’র মাথা লক্ষ্য করে কোপ মারে। টিপু কৌশলে মাথা সরিয়ে নিয়ে দৌড়ে বাড়িতে ঢুকে পড়ে। তখন তারা(সাজ্জাদ বাহিনী) চেয়ারম্যনের চাচা আনসার আলী(৬০) কে মারপিট করে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় । এ ঘটনায় ওই রাতেই চেয়ারম্যান বাদী হয়ে শাজাহানপুর থানায় একটি অভিযোগ দায়ের করে। এমতাবস্থায় চেযারম্যান আতিক প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন ।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন