
এনটিভি অনলাইনের সিনিয়র নিউজ রুম এডিটর সাংবাদিক মুমিনুল ইসলাম মন্ডল স্বপন ওরফে মোমেন স্বপন(৪৭) আর নেই। গত শুক্রবার সকাল ৭টায় ঢাকার একটি হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি.......রাজিউন)। তাঁর ফুফা কামরুল হাসান চৌধুরী বকুল জানান, দুপচাঁচিয়া উপজেলার বেড়ুঞ্জ গ্রামের বাবা আবু বক্কর মন্ডল ও মাতা মুন্না বেগমের একমাত্র ছেলে স্বপন। সাংবাদিকতা পেশা ছাড়াও তিনি গান, নাটক ও কবিতা লিখতেন। এছাড়াও ছবি আঁকতেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে সহপাঠী, সহকর্মী সহ আত্মীয় স্বজন রেখেগেছেন। এদিন দুপুরে মরহুমের প্রথম জানাজা ঢাকায় এনটিভি অনলাইনের প্রধান কার্যালয় কাওরান বাজারের সিএসইসি ভবনে ও দুপচাঁচিয়া উপজেলার বেরুঞ্জ গ্রামে বাদ মাগরিব দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন দুপচাঁচিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, সাধারণ সম্পাদক আবু কালাম আজাদ, দৈনিক যায়যায়দিন দুপচাঁচিয়া উপজেলা প্রতিনিধি অরবিন্দ কুমার দাস, বগুড়া সরকারি শাহ সুলতান কলেজের সহকারী অধ্যাপক এমদাদুল হক, মহাস্থান মাহীসওয়ার ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক জান্নাতুন নাঈম সাথী, সুখানপুকুর সৈয়দ আহম্মেদ কলেজের সহকারী অধ্যাপক আবু সাঈদ, আদমদীঘি গার্লস স্কুল এন্ড কলেজের প্রভাষক অনিত পাল ও দুপচাঁচিয়ার মোস্তফাপুর আছির উদ্দিন চিশতী মেমো. স্কুল এন্ড কলেজের জ্যেষ্ঠ প্রভাষক হাম্মাদ আলী প্রমুখ।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন