শেষ হল বগুড়ার আঞ্চলিক ইজতেমা | Daily Chandni Bazar শেষ হল বগুড়ার আঞ্চলিক ইজতেমা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৮ জানুয়ারী, ২০২২ ২৩:২৬
শেষ হল বগুড়ার আঞ্চলিক ইজতেমা
ষ্টাফ রিপোর্টার

শেষ হল বগুড়ার আঞ্চলিক ইজতেমা

বগুড়া শহরের ঝোপগাড়ি এলাকায় আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে শনিবার দুপুরে বগুড়ায় তিনদিনব্যাপী আঞ্চলিক ইজতেমার শেষ হয়েছে। এদিন বেলা সোয়া ১২টার পর আখেরি মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মজসিদের শুরা সদস্য হযরত মাওলানা ওয়াসিফুল ইসলাম। আখেরি মোনাজাতে আল্লাহর দরবারে আত্মশুদ্ধি, মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি, বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য দোয়া করা হয়। এর আগে বৃহস্পতিবার ফজরের নামাজের পর মাওলানা শাহাদত হোসেনের আমবয়ানের মধ্যে দিয়ে তিন দিনব্যাপি ইজতেমা শুরু হয়।

আখারী মোনাজাতে অংশ নিতে শনিবার সকাল থেকে বগুড়া শহর ও আশপাশের উপজেলা থেকে দলেদলে মানুষ আসতে থাকেন। আখেরি মোনাজাতকালে ইজতেমা ময়দান কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে। ইজতেমা ময়দানের আশপাশের বাড়ির ছাদে, ফাকা জায়গাতে ও বিভিন্ন স্থানে আখেরি মোনাজাতে অংশ নেন হাজারো নারী। 
ইজতেমা ব্যবস্থাপনা কমিটির সদস্য শাহ আলম জানান, আখেরি মোনাজাতে লক্ষাধিক মানুষ অংশ নিয়েছেন। মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়েছে। বিশ্ব ইজতেমার সাথে মিল রেখে আঞ্চলিক এই ইজতেমা অনুষ্ঠিত হয়েছে। ইজতেমা ময়দানে আগত মুসল্লিদের নিরাপত্তায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন ছিল।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন