পাপুয়া নিউ গিনিতে ভূমিকম্প | Daily Chandni Bazar পাপুয়া নিউ গিনিতে ভূমিকম্প | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৯ জানুয়ারী, ২০২২ ১৪:২৫
পাপুয়া নিউ গিনিতে ভূমিকম্প
অনলাইন ডেস্ক

পাপুয়া নিউ গিনিতে ভূমিকম্প

ভূমিকম্পে কেঁপে উঠেছে পাপুয়া নিউ গিনি। দেশটির পূর্বাঞ্চলে রোববার ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৯। খবর এএফপির।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ১৯ কিলোমিটার (১২ মাইল)। নিউ ব্রিটেন দ্বীপপুঞ্জ থেকে ২শ কিলোমিটার দক্ষিণ উপকূলে ভূমিকম্পটি আঘাত হেনেছে।

তবে ভূমিকম্পটি থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারে অবস্থানের কারণে পাপুয়া নিউ গিনিতে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে।

এর আগে ২০২০ সালে জুলাই মাসে রাজধানী পোর্ট মোরেসবাইতে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। তবে ওই ভূমিকম্প থেকে বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

২০১৮ সালের ফেব্রুয়ারিতে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পের কারণে সৃষ্ট ভূমিধসে বাড়ি-ঘরের নিচে চাপা পড়ে কমপক্ষে ১২৫ জনের মৃত্যু হয়।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন