বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলে শিশুদেরও টিকা দেওয়া হবে | Daily Chandni Bazar বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলে শিশুদেরও টিকা দেওয়া হবে | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৯ জানুয়ারী, ২০২২ ১৫:২৪
বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলে শিশুদেরও টিকা দেওয়া হবে
অনলাইন ডেস্ক

বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলে শিশুদেরও টিকা দেওয়া হবে

বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন সাপেক্ষে কম বয়সী শিশুদেরও টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, করোনার নতুন ধরন ওমিক্রন ভ্যারিয়েন্টে শিশুদের ঝুঁকি বেশি। তাই ১২ বছর বয়সী শিশুদের টিকা দেওয়া হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন সাপেক্ষে আরও কম বয়সী শিশুদের টিকা দেওয়া হবে।

রোববার (৯ জানুয়ারি) দেশের আটটি বিভাগীয় শহরে ১০০ শয্যাবিশিষ্ট ক্যান্সারের পূর্ণাঙ্গ চিকিৎসাকেন্দ্র স্থাপন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। এসময় তিনি (ভয় না পেয়ে দেশবাসীকে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের সুস্থতা এবং একজন মানুষও যেন টিকাপ্রাপ্তি থেকে বঞ্চিত না হয় সেই ব্যবস্থা করা হচ্ছে। ৩১ কোটি ডোজ টিকার ব্যবস্থা করে রাখা হয়েছে। এরই মধ্যে রাজধানীসহ সারাদেশে ১৩ কোটিরও বেশি টিকা দেওয়া হয়েছে। প্রথম ও দ্বিতীয় ডোজ ছাড়াও বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে।

সারা বিশ্বের মতো দেশে করোনা সংক্রমণ বাড়ছে। সংক্রমণ রোধে নিয়মিত টিকাদানের পাশাপাশি বর্তমানে বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। করোনা সংক্রমণ থেকে মুক্ত থাকতে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলা ও জনসমাগম এড়িয়ে বলার ব্যাপারে বিশেষজ্ঞদের পরামর্শ মেনে চলতে জনগনকে অনুরোধ জানান প্রধানমন্ত্রী।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন