শিবগঞ্জে রহবল স্কুলের নতুন ভবণ উদ্বোধন করলেন এমপি জিন্নাহ্ | Daily Chandni Bazar শিবগঞ্জে রহবল স্কুলের নতুন ভবণ উদ্বোধন করলেন এমপি জিন্নাহ্ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৯ জানুয়ারী, ২০২২ ১৯:১৭
শিবগঞ্জে রহবল স্কুলের নতুন ভবণ উদ্বোধন করলেন এমপি জিন্নাহ্
অনলাইন ডেস্ক

শিবগঞ্জে রহবল স্কুলের নতুন ভবণ 
উদ্বোধন করলেন এমপি জিন্নাহ্

 বগুড়ার শিবগঞ্জ উপজেলায় এলজিইডি কর্তৃক বাস্তবায়িত রহবল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবণ উদ্বোধন উপলক্ষে গতকাল রবিবার বিকালে ইউনিয়ন জাতীয় পার্টির আয়োজনে সুধী সমাবেশ সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হাই প্রধান এর সভাপতিত্বে  বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন  স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ্। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, আব্দুল মোত্তালিব, উপজেলা যুব সংহতির আহ্বায়ক হুসাইন শরিফ সঞ্চয়, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান বাদশা,সাধারণ সম্পাদক এরফান আলী প্রমুখ। সুধী সমাবেশের পূর্বে এলজিইডি কর্তৃক বাস্তবায়িত  প্রধান অতিথি উপজেলার জুরিমাঝপাড়া-কৃষ্টপুর রাস্ত ও রহবল-মিল্কিপুর সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন