আফগানিস্তানে শীর্ষ পাকিস্তানি তালেবান নেতা নিহত | Daily Chandni Bazar আফগানিস্তানে শীর্ষ পাকিস্তানি তালেবান নেতা নিহত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২২ ১৫:০১
আফগানিস্তানে শীর্ষ পাকিস্তানি তালেবান নেতা নিহত
অনলাইন ডেস্ক

আফগানিস্তানে শীর্ষ পাকিস্তানি তালেবান নেতা নিহত

আফগানিস্তানে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (পাকিস্তান তালেবান বা টিটিপি) এক শীর্ষ নেতা নিহত হয়েছেন। দেশটির পূর্বাঞ্চলে তিনি নিহত হন বলে পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা নিশ্চিত করেছেন। দেশটিতে সশস্ত্র গ্রুপ এবং সরকারের মধ্যে শান্তি আলোচনা প্রক্রিয়া স্থবির হয়ে পড়েছে। খবর আল জাজিরার।

নম ডে গুয়েরে মোহাম্মদ খোরাসানি নামেও পরিচিত ছিলেন পাকিস্তানি তালেবানের নিহত নেতা খালিদ বাল্টি। তিনি দলটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন। একটি নিরাপত্তা সূত্র আল জাজিরাকে জানিয়েছে, তিনি নানগরহর প্রদেশে নিহত হয়েছেন।

নাম প্রকাশ না করা শর্তে এক কর্মকর্তা বলেন, এটা পরিষ্কার যে, আফগানিস্তানে যিনি নিহত হয়েছেন তিনি খালিদ বাল্টি। তিনি এটাও নিশ্চিত করেন যে পাকিস্তান সীমান্তের কাছে আফগানিস্তানের নানগরহর প্রদেশেই ওই নেতা নিহত হন।

কিভাবে তিনি নিহত হলেন সে বিষয়ে জানতে চাওয়া হলে ওই কর্মকর্তা বলেন, আমরা এ বিষয়ে তথ্য জানার চেষ্টা করছি।

পাকিস্তানের স্থানীয় গণমাধ্যম বলছে, অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন খালিদ বাল্টি। তবে ওই খবর নিশ্চিত করা সম্ভব হয়নি। এক বিবৃতিতে পাকিস্তানি তালেবান বলছে, তদন্ত চলছে।

পাকিস্তানের নিরাপত্তা সূত্র খালিদ বাল্টিকে পাকিস্তানি তালেবানের একজন প্রধান নেতা হিসেবে উল্লেখ করেছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন