শাজাহানপুরে নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ অনুষ্ঠিত | Daily Chandni Bazar শাজাহানপুরে নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ অনুষ্ঠিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২২ ২১:৩৪
শাজাহানপুরে নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ অনুষ্ঠিত
শাজাহানপুর বগুড়া প্রতিনিধি

শাজাহানপুরে নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ অনুষ্ঠিত

 বগুড়ার শাজাহানপুর উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে নবনির্বাচিত সদস্যদের (সংরক্ষিত ও সাধারণ আসনের) শপথ অনুষ্ঠান গতকাল বুধবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে সম্পন্ন হয়েছে। নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার আসিফ আহমেদ। 
শপথ অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, সহকারি কমিশনার (ভূমি) মো: আশিক খান, নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানগণ, থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ্ আল মামুন, নির্বাচন কর্মকর্তা দুলাল হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌফিক আজিজ, সমাজ সেবা কর্মকর্তা শরিফ উদ্দিন, সহকারি প্রোগ্রামার মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

  দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন