ধুনটে ইটভাটার মেশিনের সঙ্গে কাপড় জড়িয়ে বৃদ্ধ শ্রমিকের মৃত্যু | Daily Chandni Bazar ধুনটে ইটভাটার মেশিনের সঙ্গে কাপড় জড়িয়ে বৃদ্ধ শ্রমিকের মৃত্যু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২২ ২১:৩৬
ধুনটে ইটভাটার মেশিনের সঙ্গে কাপড় জড়িয়ে বৃদ্ধ শ্রমিকের মৃত্যু
ধুনট বগুড়া প্রতিনিধি

ধুনটে ইটভাটার মেশিনের সঙ্গে কাপড়
জড়িয়ে বৃদ্ধ শ্রমিকের মৃত্যু

বগুড়ার ধুনটে ইটভাটার মেশিনের সঙ্গে কাপড় জড়িয়ে সোলেমান আলী (৭০) নামে এক বৃদ্ধ শ্রমিকের মৃত্যু হয়েছে।  বুধবার সকাল ৯টার দিকে ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের কুড়িগাঁতি গ্রামের এক ইটভাটায় এ ঘটনা ঘটে। নিহত সোলেমান আলী কুড়িগাঁতি গ্রামের মৃত আহাদ বক্সের ছেলে।

স্থানীয়সূত্রে জানাযায়, বৃদ্ধ সোলেমান আলী দীর্ঘদিন ধরে কুড়িগাঁতি গ্রামের জুবায়ের নামের এক ব্যক্তির ইটভাটায় শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিল। বুধবার সকালে সোলেমান আলী ওই ইটভাটায় শ্রমিকের কাজ করার সময় কাঁদা ও মাটি মিশানোর মেশিনের সঙ্গে কাপড় জড়িয়ে পড়লে সে গুরুতর আহত হয়। 

পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়।

তবে এব্যাপারে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, এঘটনায় কেউ থানায় অবগত করেনি। তবে এঘটনায় কেউ লিখিত অভিযোগ দায়ের করলে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন