বগুড়ায় করোনা বাড়ছে নতুন আক্রান্ত ১৪ | Daily Chandni Bazar বগুড়ায় করোনা বাড়ছে নতুন আক্রান্ত ১৪ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২২ ২১:৫৩
বগুড়ায় করোনা বাড়ছে নতুন আক্রান্ত ১৪
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় করোনা বাড়ছে 
নতুন আক্রান্ত ১৪

বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত সংখ্যা বাড়তে শুরু করেছে। ১১ জানুয়ারি আক্রান্ত সংখ্যা ৬ জন ছিলো। আর ১২ জানুয়ারি আক্রান্ত হয়েছে ১৪ জন। আর নতুন করে সুস্থ হয়েছেন ৩জন। বুধবার বগুড়া সিভিল সার্জন কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। 

বগুড়া সিভিল সার্জন গওসুল আজিম চৌধুরী জানান, গত ২৪ ঘন্টায় ৮৯টি নমুনা পরীক্ষায় নতুন করে ১৪ জন করোনায় আক্রান্ত হয়। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ৮ জন আক্রান্ত হন। টিএমএসএস মেডিকেলে ২, এন্টিজেন টেস্টে ২, জিন এক্সপার্ট টেস্টে ২ নতুন আক্রান্তদের মধ্যে বগুড়া সদরে ৯জন ও শাজাহানপুরে ৫জন।  
এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত হলো ২১ হাজার ৮৭২জন। গত ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছে ৩ জন। মোট সুস্থ হলো ২১ হাজার ১৭৪ জন। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬৮৮ জনের।
এছাড়া জেলার তিন হাসপাতালে করোনায় ৩২ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালে ১২, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ১৬, টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ৪ জন রয়েছে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন