বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত | Daily Chandni Bazar বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২২ ২১:৫৭
বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত

বগুড়া সদর উপজেলার পীরগাছা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার দুপুরে  দূর্ঘটনায় নিহতরা হলেন শিবগঞ্জ উপজেলার কাশিপুর এলাকার পুটু আকন্দের ছেলে ও জেলার শিবগঞ্জ সরকারি এমএইচ ডিগ্রি কলেজের এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী সোহানুর রহমান সোহান (১৮) ও একই এলাকার চকরাম চন্দ্রপুরের শহিদুল ইসলামের পুত্র মো: ছাব্বির (১৬)। নিহত ছাব্বির মোকামতলা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র। 

বগুড়া সদর থানার এসআই সোহেল রানা জানান, বুধবার দুপুরের দিকে সোহান দুই বন্ধু ছাব্বির ও রাফিকে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে পীরগাছা যাচ্ছিলেন। পীরগাছা বন্দরের কাছাকাছি একটি বালু বহনকারী ট্রাককে সাইড দিতে গিয়ে মোটরসাইকেল সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সোহান মারা যায়। স্থানীয় লোকজন আহত দুইজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকালে ছাব্বির মারা যায়। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন