গুয়ানতানামো বিশ্ব মানবাধিকারের ইতিহাসে একটি কালো পৃষ্ঠা। যুক্তরাষ্ট্রের উচিত গুয়ানতানামো কারাগারের মতো সকল গোপন কারাগার বন্ধ করে দেয়া।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন মঙ্গলবার বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন। ১১ জানুয়ারি ছিল গুয়ানতানামো কারাগার প্রতিষ্ঠার ২০তম বার্ষিকী।
সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার পরিষদের একটি বিশেষজ্ঞ গ্রুপ কর্তৃক গুয়ানতানামোর মতো মানবাধিকার লংঘনকারী কারাগার চালু রাখার নিন্দা প্রসঙ্গে চীনা মুখপাত্র বলেন, বিশ্বে মুসলমানদের বন্দিশিবির যদি থেকে থাকে, তবে সেটা গুয়ানতানামো। সেখানে বন্দিদের নির্যাতনসংক্রান্ত খবর প্রায়ই প্রকাশিত হয়। কিন্তু যুক্তরাষ্ট্র এখনও সেটি বন্ধ করেনি।
মুখপাত্র জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের গোপন কারাগার শুধু গুয়ানতানামো নয়, সারা বিশ্বে এমন আরও অনেক কারাগার দেশটির আছে। যুক্তরাষ্ট্রের উচিত আত্মসমালোচনা করা এবং কারাগারগুলো বন্ধ করে দেয়া।
সূত্র: সিআরআই।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন