রামমন্দিরের জন্য ৪০০ কেজি ওজনের তালা, ৩০ কেজির চাবি! | Daily Chandni Bazar রামমন্দিরের জন্য ৪০০ কেজি ওজনের তালা, ৩০ কেজির চাবি! | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২২ ১৬:০৫
রামমন্দিরের জন্য ৪০০ কেজি ওজনের তালা, ৩০ কেজির চাবি!
অনলাইন ডেস্ক

রামমন্দিরের জন্য ৪০০ কেজি ওজনের তালা, ৩০ কেজির চাবি!

ভারতের অযোধ্যার রামমন্দিরের জন্য ৪০০ কেজি ওজনের তালা বানিয়েছেন উত্তরপ্রদেশের আলিগড় জেলার বাসিন্দা সত্যপ্রকাশ শর্মা। তবে এখানেই শেষ নয়। তালাটি খুলতে যে চাবির প্রয়োজন তার ওজনও ৩০ কেজি!

দশ ফুটের এই তালা তৈরি করতে সময় লেগেছে ছয় মাস। তালাটি তৈরি করতে সত্যপ্রকাশের খরচ হয়েছে দুই লাখ টাকা। রামমন্দির নির্মাণের পর কর্তৃপক্ষের হাতে তালাটি তুলে দেবেন বলে জানিয়েছেন তিনি।

সত্যপ্রকাশ নিজে একজন তালা ব্যবসায়ী। তিনি বলেন, তালার জন্য বিখ্যাত আলিগড়। একশো বছরেরও বেশি সময় ধরে এখানে তালা বানানোর কাজ হয়। এই তালার পুরো কাজ শেষ করতে আরও টাকার প্রয়োজন আছে বলেও জানিয়েছেন তিনি।

এর আগেও গত বছরে ৩০০ কেজি ওজনের তালা বানিয়ে যথেষ্ট প্রশংসা কুড়িয়েছিলেন সত্যপ্রকাশ। তার ইচ্ছা, প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে নয়াদিল্লিতে তালার একটি সুবিশাল ট্যাবলো বানাতে চান। তালাশিল্পকে তুলে ধরার জন্যই এই ট্যাবলো বানাতে চাইছেন সত্যপ্রকাশ।

সূত্র: আনন্দবাজার পত্রিকা।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন