বগুড়ায় ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ২৫ জন | Daily Chandni Bazar বগুড়ায় ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ২৫ জন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২২ ২৩:৩৬
বগুড়ায় ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ২৫ জন
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় ২৪ ঘণ্টায়
করোনা শনাক্ত ২৫ জন

 বগুড়ায় করোনা সংক্রমণে বা উপসর্গে নতুন করে কোন মৃত্যু না হলেও হঠাৎ বেড়েই চলেছে করোনা শনাক্তের সংখ্যা। জেলায় গত ২৪ ঘণ্টায় ১৩৭টি নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৫ জন যা পরীক্ষায় শনাক্তের হার ১৮ দশমিক ১ শতাংশ। জেলায় এখনো বিভিন্ন হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসান রয়েছেন প্রায় ৪০ জন। 

শুক্রবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় হতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত জেলায় করোনায় নতুন কোনো মৃত্যু না হওয়ায় মোট মৃত্যু সংখ্যা ৭৯৬ জনেই অপরিবর্তিত রয়েছে। এর মধ্যে শুধু বগুড়া জেলার বাসিন্দা রয়েছেন ৬৮৮ জন। বাকিরা অন্য জেলার বাসিন্দা। তারা করোনা আক্রান্ত হয়ে বগুড়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা থেকে নতুন করে সুস্থ হয়েছেন ৬ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪০ জন। তাদের মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ২০, মোহাম্মদ আলী হাসপাতালে ১৪ ও টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন চিকিৎসাধীন রয়েছেন। এদিকে করোনা সংক্রমণ রোধে জেলাজুড়ে সকল জনসাধারণ কে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সিভিল সার্জন কার্যালয় হতে আহ্বান জানানো হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন