জয়পুরহাটে র‍্যাবের অভিযানে আটক ১০ | Daily Chandni Bazar জয়পুরহাটে র‍্যাবের অভিযানে আটক ১০ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২২ ২৩:৫৯
জয়পুরহাটে র‍্যাবের অভিযানে আটক ১০
জয়পুরহাট ব্যুরো:

জয়পুরহাটে র‍্যাবের অভিযানে আটক ১০

জয়পুরহাটে র‌্যাবের অভিযানে ৫জন মাদকসেবী ও ৫জন জুয়াড়ীসহ ১০জনকে আটক করেছে র‌্যাব সদস্যরা। শুক্রবার রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

আটককৃত মাদকসেবীরা হলেন, মোঃ মোমিন (৩৫), মোঃ মিনহাজ (২৩), মোঃ তুহিন হোসেন (৩৪), মোঃ হেলাল হোসেন (৪৮), মোঃ বুলুমিয়া (৫৩), অপরদিকে আটককৃত জুয়াড়ীরা হলেন, মোঃ উজ্জল মন্ডল  (৩২), মোঃ আরিফুল ইসলাম সজীব (২৩), মোঃ ইমরান হোসেন (৩৫), মোঃ ফারুক হোসেন (৩৫), মোঃ তুহিন শেখ (৩৩)।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং “১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনে মামলা দায়ের করে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন