বগুড়ায় ট্রাকচাপায় অজ্ঞাত নারী পথচারী নিহত | Daily Chandni Bazar বগুড়ায় ট্রাকচাপায় অজ্ঞাত নারী পথচারী নিহত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২২ ০০:০৬
বগুড়ায় ট্রাকচাপায় অজ্ঞাত নারী পথচারী নিহত
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় ট্রাকচাপায় অজ্ঞাত
নারী পথচারী নিহত

বগুড়ার সদর উপজেলায় ট্রাকচাপায় অজ্ঞাত এক নারী পথচারী নিহত হয়েছেন। শনিবার দুপুরে সদরের বগুড়া-রংপুর মহাসড়কের বাঘোপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনা ও নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলুর রহমান। স্থানীয়দের বরাত দিয়ে এসআই ফজলুর রহমান জানান, আনুমানিক ৩০ বছর বয়সী ওই নারী দুপুরে পায়ে হেঁটে মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান ওই নারী। নিহত সেই নারী পথচারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। কিন্তু এখনো নিহতের নাম পরিচয় জানা যায়নি তা জানার চেষ্টা চলমান রয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন