সভাপতি মিলন ও সাঃ সম্পাদক পাইলট | Daily Chandni Bazar সভাপতি মিলন ও সাঃ সম্পাদক পাইলট | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২২ ০০:১০
সভাপতি মিলন ও সাঃ সম্পাদক পাইলট
বগুড়ায় বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কসপ মালিক সমিতির নির্বাচন
ষ্টাফ রিপোর্টার

সভাপতি মিলন ও সাঃ সম্পাদক পাইলট

বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কসপ মালিক সমিতি বগুড়া জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচনে মোঃ আবু শুকুর মিলন (দেয়াল ঘড়ি) ২২৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। এপদে অন্য দুই প্রার্থী আলহাজ্ব সাইফুল ইসলাম (ছাতা) ১৪১ ও মোঃ মুকুল শেখ (চেয়ার) ৯০ ভোট পেয়েছেন।  এছাড়াও সাধারণ সম্পাদক পদে আইনুল হক তরফদার পাইলট (গোলাপ ফুল) ৩৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ আলী আজম (মোমবাতি) পেয়েছেন ১০৭ ভোট।  

শনিবার সকাল ১০ টা থেকে বিকেল ৪] টা পর্যন্ত তিনমাথা সংগঠনের কার্যালয়ের পাশের এক বড় গ্যারেজে ভোট গ্রহণ করা হয়। সংগঠনের ৫৬৫ জন ভোটারের মধ্যে ৪৭১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গননা শেষে সংগঠনের নির্বাচন বোর্ড ২০২১ এর চেয়ারম্যান মাশরাফী হিরো ফলাফল ঘোষনা করেন।  
এবারের নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন, সহ সভাপতি মোঃ মিজানুর রহমান ইছাহাক (বাস), মোঃ রফিকুল ইসলাম (মোটর সাইকেল), মোঃ সাকু প্রাং (ট্রাক), সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ আলম ফকির (আপেল), মোঃ রাহাদ মন্ডল (ডায়ানামা) , মোঃ মাসুদ রানা (ষ্টিয়ারিং), সাংগঠনিক সম্পাদক মোঃ মতিউর রহমান সবুজ (হরিণ), অর্থ সম্পাদক পদে মোঃ জহুরুল ইসলাম (কলস), দপ্তর সম্পাদক পদে মোঃ শরিফুল ইসলাম (টেবিল), প্রচার সম্পাদক পদে মোঃ লিটন ফকির (মাইক), ধর্মীয় সম্পাদক পদে মোঃ মালেক (টুপি), সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ আব্দুল মালেক (তবলা), ক্রীড়া সম্পাদক পদে মোঃ সুজন মন্ডল (ফুটবল), কার্যনির্বাহী সদস্য পদে মোঃ সুজন সরকার (ঠেলাগাড়ি), মোঃ আপেল আলম (হাতুড়ী), মোঃ মিনার প্রামানিক (ময়ুর), মোঃ রাজু মন্ডল (কড়াত), মোঃ জিলহাজ্ব শেখ (কার গাড়ি) ও মোঃ ফারুক হোসেন (মোরগ) নির্বাচিত হয়েছেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন