ইসি গঠনে আইনের খসড়া অনুমোদন মন্ত্রিসভায় | Daily Chandni Bazar ইসি গঠনে আইনের খসড়া অনুমোদন মন্ত্রিসভায় | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২২ ১৫:২০
ইসি গঠনে আইনের খসড়া অনুমোদন মন্ত্রিসভায়
অনলাইন ডেস্ক

ইসি গঠনে আইনের খসড়া অনুমোদন মন্ত্রিসভায়

নির্বাচন কমিশন গঠনে আইন হচ্ছে। এজন্য ‘প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (১৭ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে প্রেস বিফ্রিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম খসড়া আইনটি অনুমোদনের কথা জানান।

খসড়া আইন অনুযায়ী, প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দিতে একটি অনুসন্ধান কমিটি গঠন করা হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন