বগুড়ার বুস্টার ডোজ নিয়েও তৃতীয়বার করোনায় আক্রান্ত চিকিৎসক | Daily Chandni Bazar বগুড়ার বুস্টার ডোজ নিয়েও তৃতীয়বার করোনায় আক্রান্ত চিকিৎসক | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২২ ২২:২৩
বগুড়ার বুস্টার ডোজ নিয়েও তৃতীয়বার করোনায় আক্রান্ত চিকিৎসক
ষ্টাফ রিপোর্টার

বগুড়ার বুস্টার ডোজ নিয়েও তৃতীয়বার 
করোনায় আক্রান্ত চিকিৎসক

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শফিক আমিন কাজল টিকার বুস্টার ডোজ নিয়েও তৃতীয়বার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার রাতে মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেন ডা. শফিক আমিন কাজল। 

তিনি জানান, জটিল কোনো উপসর্গ না থাকায় নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি। এর আগে ২০২০ সালের ৬ জুন প্রথমবার ও একই বছরের ১৯ সেপ্টেম্বর তিনি দ্বিতীয়বার করোনা আক্রান্ত হন। এবার দিয়ে ডা. কাজল তৃতীয়বারের মতো করোনায় আক্রান্ত হলেন। 
ডা. কাজল বলেন, গত শনিবার রাতে সর্দি ও মাথা ব্যথা থাকায় রোববার নমুনা প্রদান করেন। ওই দিন বিকেলেই নিশ্চিত হন যে তিনি করোনা আক্রান্ত। এখন পর্যন্ত তার তেমন কোনো সমস্যা অনুভব হচ্ছে না বরে তিনি জানান। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন