
করোনার নতুন ধরণের সংক্রমণ প্রতিরোধে বগুড়ার বৃহত্তম পাইকারী বাজার রাজাবাজারের ব্যবসায়ী, শ্রমিক ও ক্রেতাসাধারণদের সচেতনতায় সোমবার দুপুরে রাজাবাজার আড়ৎদার ও সাধারণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পরিমল প্রসাদ রাজ এর উদ্যোগে ব্যাপক প্রচারণামূলক কার্যক্রম এবং ১ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে।
করোনা সংক্রমণ প্রতিরোধে প্রচারণামূলক ক্যাম্পেইনে ব্যবসায়ী ও ক্রেতাদের অবশ্যই সুষ্ঠুভাবে মাস্ক পরিধানের বিষয়ে আহ্বান জানানো হয় এবং একই সাথে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার মাধ্যমে নিজের ও নিজেদের পরিবারের স্বার্থে সকলকে সরকারি ১১ দফা বিধিনিষেধ মানার আহ্বান জানানো হয়। ক্যাম্পেইনে এসময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন রাজাবাজার আড়ৎদার ও সাধারণ ব্যবসায়ী সমিতির উপদেষ্টা লক্ষন চন্দ্র বণিক, সদস্য মানিক সরকার, আলহাজ্ব রুবেল, জালাল আহমেদ প্রমুখ। করোনাকালীন সময়ের শুরু থেকে ব্যবসায়ী ও বাজারের সকল শ্রমিকদের জন্যে মানবিকভাবে কাজ করে আসা ব্যবসায়ী নেতা পরিমল প্রসাদ রাজ বলেন, উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন জেলার অর্থনীতির চাকা সচল রাখতে বগুড়া রাজাবাজার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। করোনা সংক্রমনের শুরু থেকেই ব্যবসায়ীরা প্রশাসনের সকল নির্দেশনার প্রতি সম্মান রেখে সর্বদা তা পালন করেছে যদিও করোনা পরিস্থিতির কারণে ব্যবসায়ীদের নানা প্রতিবন্ধকতা পার করতে হয়েছে। তিনি বলেন তাদের পক্ষে এই বাজারে সচেতনতামূলক এই কার্যক্রম ও মাস্ক বিতরণ অব্যাহত থাকবে। একই সাথে তিনি বৃহত্তর স্বার্থে বাজারে আসা সকলকে অবশ্যই মাস্ক পরিধান করার আহ্বান জানান।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন