পেট্রাপোল সীমান্তে পরিবহন কর্মীদের বিক্ষোভ, আমদানি-রপ্তানি বন্ধ | Daily Chandni Bazar পেট্রাপোল সীমান্তে পরিবহন কর্মীদের বিক্ষোভ, আমদানি-রপ্তানি বন্ধ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২২ ১৭:০৩
পেট্রাপোল সীমান্তে পরিবহন কর্মীদের বিক্ষোভ, আমদানি-রপ্তানি বন্ধ
অনলাইন ডেস্ক

পেট্রাপোল সীমান্তে পরিবহন কর্মীদের বিক্ষোভ, আমদানি-রপ্তানি বন্ধ

পরিবহন কাজের সঙ্গে যুক্ত কর্মীদের ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক বেনাপোল-পেট্রাপোল স্থলসীমান্তে আইসিপিতে প্রবেশের মুখে নানা সময় বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) বাধার মুখে পড়তে হয়। সে কারণে বিক্ষোভ করছেন এসব কর্মী।

পশ্চিমবঙ্গের এসব আন্দোলনকারীর বক্তব্য ইউনিক কার্ড ছাড়া কোনো পরিবহন কর্মীকে আইসিপির ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

ফলে আমদানি-রপ্তানির সঙ্গে যুক্ত থাকা কর্মীদের সমস্যায় পড়তে হচ্ছে। এ কারণে সোমবার থেকে পেট্রাপোলে কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করে পরিবহনসহ পেট্রাপোল বন্দরের আমদানি-রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত কর্মীরা।

মঙ্গলবারও তাদের আন্দোলন চলছে। ফলে ব্যাহত হচ্ছে আমদানি ও রপ্তানি। বিক্ষোভকারীদের দাবি, নতুন কার্ড তৈরি না হওয়া পর্যন্ত পুরোনো নিয়মে তাদের আইসিপিতে প্রবেশ করতে দেওয়া হোক। যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মানা হবে না ততক্ষন পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলেন হুমকি দিয়েছেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন