ভারত সীমান্ত থেকে বিরল প্রজাতির ৪৬ পাখি উদ্ধার | Daily Chandni Bazar ভারত সীমান্ত থেকে বিরল প্রজাতির ৪৬ পাখি উদ্ধার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২২ ১৫:৪৭
ভারত সীমান্ত থেকে বিরল প্রজাতির ৪৬ পাখি উদ্ধার
অনলাইন ডেস্ক

ভারত সীমান্ত থেকে বিরল প্রজাতির ৪৬ পাখি উদ্ধার

ভারত সীমান্ত দিয়ে বাংলাদেশে বিরল প্রজাতির বেশ কিছু পাখিকে পাচারের হাত থেকে রক্ষা করেছে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। স্বরূপনগর সীমান্ত থেকে বিরল প্রজাতির ৪৬ টি পাখি উদ্ধার করা হয়।

ওই পাখিগুলোকে পাচারের চেষ্টা করা হচ্ছিল। তার আগেই বিরল প্রজাতির পাখির বাচ্চাগুলো উদ্ধার করা সম্ভব হয়।

বুধবার ভোর রাতে বিএসএফের জওয়ানরা স্বরূপনগর সীমান্তের গ্রাম থেকে চারটি খাঁচায় মোট ৪৬টি পাখির বাচ্চা উদ্ধার করে।

বিএসএফ সূত্র জানিয়েছে, এদিন ভোরে স্বরূপনগর সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানরা
একটি গোপন সূত্র থেকে খবর পায় যে, স্বরূপনগরের সোনাই নদী দিয়ে বাংলাদেশে বিরল প্রজাতির পাখি পাচার হচ্ছে।

খবর পেয়ে জওয়ানরা সেখানে হানা দিলে পাচারকারীরা খাঁচা ভর্তি পাখি ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে চারটি খাঁচা ভর্তি ৪৬টি পাখির বাচ্চা উদ্ধার করে বিএসএফ জওয়ানরা।

বিএসএফের পক্ষ থেকে ওই পাখির বাচ্চাগুলোকে বসিরহাটের বন অধিদফতরের কর্মীদের হাতে তুলে দেওয়া হয়।

কিছুদিন আগেও একই ভাবে স্বরূপনগরের সীমান্তবর্তী গ্রাম থেকে শতাধিক বিরল প্রজাতির টিয়া পাখির বাচ্চা উদ্ধার করা হয়েছিল।