কুড়িলে রঙের দোকানে অগ্নিকাণ্ড | Daily Chandni Bazar কুড়িলে রঙের দোকানে অগ্নিকাণ্ড | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২২ ১৩:১৮
কুড়িলে রঙের দোকানে অগ্নিকাণ্ড
অনলাইন ডেস্ক

কুড়িলে রঙের দোকানে অগ্নিকাণ্ড

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় একটি রঙের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের চারটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকাল ১০টা ১৯ মিনিটে আগুন লাগে। এরপর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট বেলা ১১টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

তিনি বলেন, রাজধানীর কুড়িল বিশ্বরোডের পাশে কুড়াতলী এলাকায় একটি রঙের দোকানে আগুন লাগার ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা চেষ্টা করে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন