বগুড়ায় বেড়েই চলেছে করোনা নতুন আক্রান্ত ১৩৭ | Daily Chandni Bazar বগুড়ায় বেড়েই চলেছে করোনা নতুন আক্রান্ত ১৩৭ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২২ ২৩:২৫
বগুড়ায় বেড়েই চলেছে করোনা নতুন আক্রান্ত ১৩৭
অনলাইন ডেস্ক

বগুড়ায় বেড়েই চলেছে 
করোনা নতুন আক্রান্ত ১৩৭

বগুড়ায় প্রতিদিনই এখন করোনাভাইরাস বেড়ে চলেছে। আক্রান্তের সংখ্যা শত পেরিয়ে গেছে। দিগুণ গতিতে বাড়ছে করোনা আক্রান্ত সংখ্যা। সর্বশেষ গত ২৪ ঘন্টায় ১৩৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। 

বৃহস্পতিবার বগুড়া সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ শাহারুল ইসলাম জানান, গত ২৪ ঘন্টায় ৩১৪টি নমুনা পরীক্ষায় নতুন করে ১৩৭জন করোনায় আক্রান্ত হয়। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১১২ জন, শেরপুরে ৪, গাবতলীতে ২, শাজাহানপুরে ১০, ধুনট ৩, সোনাতলায় ৩, সারিয়াকান্দিতে ১ ও শিবগঞ্জে ২ জন। 
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ৮১ জন আক্রান্ত হন। জিনএক্সপার্ট টেস্টে ১৪ জন,  টিএমএসএস মেডিকেলে ১৯ আক্রান্ত হন। এন্টিজেন টেস্টে ২৩ জন। 
এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত হলো ২২ হাজার ২৭৬ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছে ১০ জন। মোট সুস্থ হলো ২১ হাজার ২২৪ জন। এ পর্যন্ত জেলায় মোট মৃত্যু হয়েছে ৬৮৮ জনের।
এছাড়া জেলার তিন হাসপাতালে করোনায় ৬৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালে ২১, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ৩৭, টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ৪ জন রয়েছে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন