
করোনা ভাইরাসের নতুন ধরণ ওমিক্রম বেড়ে যাওয়ায় দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গণসচেতনা সৃষ্টির লক্ষ্যে সচেতনতামূলক প্রচারনা, মাস্ক বিতরণ ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। গতকাল রোববার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাঃ আবু তাহির স্বাস্থ্যবিধি না মানায় সিও অফিস রোডে অবস্থিত দু’টি মিষ্টির দোকানে ৪’শ, নিউ মার্কেটের একটি গার্মেন্টসের দোকানের ৫’শ, জোবেদা সপিং সেন্টারের একটি ক্রোকারিজ দোকানের ৫’শ, দূরপাল্লার দু’টি পরিবহন টিকিট কাউন্টারে ৪’শ, একটি হোটেলে ২হাজার টাকা ও একটি ওষুধের দোকানে ২’শ টাকা সহ মোট ৪হাজার টাকা জরিমানা আদায় করেন। সেই সাথে স্বাস্থ্যবিধি মানানোর জন্য জনগণকে সচেতনতামূলক নির্দেশনা প্রদান ও যাদের কাছে মাস্ক নেই তাদের মাঝে মাস্ক বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ হাসান আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল কুদ্দুস, থানার এসআই নিয়ামান নাসির প্রমুখ।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন