বগুড়া আজিজুল হক কলেজে শিক্ষার্থীদের মানববন্ধনে বাধা | Daily Chandni Bazar বগুড়া আজিজুল হক কলেজে শিক্ষার্থীদের মানববন্ধনে বাধা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২২ ২২:১১
বগুড়া আজিজুল হক কলেজে শিক্ষার্থীদের মানববন্ধনে বাধা
ষ্টাফ রিপোর্টার

বগুড়া আজিজুল হক কলেজে
শিক্ষার্থীদের মানববন্ধনে বাধা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে চলমান পরীক্ষা স্থগিত করার প্রতিবাদে রোববার বেলা ১১টার দিকে সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে ডাকা মানববন্ধন কর্মসূচিতে বাধা প্রদান করা হয়েছে।  

মানববন্ধন কর্মসূচিতে বাধা দেয়া ও অধ্যক্ষের সামনে মানববন্ধনের ব্যানার কেড়ে নেয়ার অভিযোগ করেছেন মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা। 
জানা যায়, পূর্ব ঘোষণা অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমানসহ সকল স্থগিত পরীক্ষা দ্রুত সম্পন্নের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধনে দাঁড়ান। এসময় কলেজ অধ্যক্ষ মানববন্ধন না করে আলোচনায় অংশগ্রহণের কথা জানান। তারপরেও কিছু শিক্ষার্থী তাদের কর্মসূচি চালিয়ে নেয়ার কথা বললে অধ্যক্ষের উপস্থিতিতে কয়েকজন যুবক তাদের ব্যানার কেড়ে নেয়। এরপরেই সাধারণ শিক্ষার্থীরা ব্যানার ছিনিয়ে নেয়াসহ কর্মসূচিতে বাঁধা দেয়ার প্রতিবাদ জানান।
এসময় বক্তারা বলেন, আমরা সাধারণ শিক্ষার্থী শান্তিপূর্ণভাবে মানববন্ধন করতে এসেছি। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিয়ে আসছিল। ইতিমধ্যে অনার্স শেষ বর্ষের ছয়টি পরীক্ষা শেষ হয়েছে। মাত্র তিনটি পরীক্ষা বাকি আছে। এরই মধ্যে চলমান পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। মানববন্ধনে শিক্ষার্থীদের দাবি করেন, দেশে এখন সব ধরনের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক কার্যক্রম চলমান। শুধু পরীক্ষা স্থগিত কেন? শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ কেন? তাদের স্বপ্ন দ্রুত পরীক্ষা শেষ করে কর্মস্থলে গিয়ে পরিবারের হাল ধরার। 
কর্মসূচিতে অংশ নেয়া সাধারণ শিক্ষার্থীদের পক্ষে নিয়তি সরকার নিতু বলেন, 'আমরা সাধারণ শিক্ষার্থীরা শান্তিপূর্ণ মানববন্ধন করার জন্য এসেছিলাম। কিন্তু আমাদের মানববন্ধন করতে না দিয়ে কর্মসূচির ব্যানার কেড়ে নেয়। এমনকি আমাদের কর্মসূচিতে বাধা প্রদান করে। সারাদেশে যদি সব কিছু চলতে পারে তাহলে আমরাও স্বাস্থ্যবিধি মেনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় অংশ নিতে চাই।'  
সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহজাহান আলী জানান, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছেন। এর মধ্যেই কিছু শিক্ষার্থী পরীক্ষা নেয়ার দাবিতে ক্যাম্পাসে জড়ো হয়েছিল। পরে তাদের ডেকে নিয়ে আন্দোলন না করে স্মারকলিপি দেয়ার পরামর্শ দেয়া হয়।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন