বুরকিনা ফাসোয় সেনা অভ্যুত্থান, প্রেসিডেন্ট আটক | Daily Chandni Bazar বুরকিনা ফাসোয় সেনা অভ্যুত্থান, প্রেসিডেন্ট আটক | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২২ ১৫:২১
বুরকিনা ফাসোয় সেনা অভ্যুত্থান, প্রেসিডেন্ট আটক
অনলাইন ডেস্ক

বুরকিনা ফাসোয় সেনা অভ্যুত্থান, প্রেসিডেন্ট আটক

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট রোচ মার্ক ক্যাবোরকে একটি সেনা শিবিরে আটক করেছে বিদ্রোহী সৈন্যরা। রাজধানী ওয়াগাদৌগৌতে রোচের বাসভবনের আশপাশে রোববার রাতে ভারী গোলাগুলির পর প্রেসিডেন্টকে সৈন্যরা আটক করেছে বলে দু’টি নিরাপত্তা সূত্র এবং পশ্চিমা একজন কূটনীতিক বার্তাসংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন।

এর আগে, রোববার দেশটির কয়েকটি সেনা শিবিরে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটলেও সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তথ্য ছড়িয়ে পড়ে, তা অস্বীকার করেছে বুরকিনা ফাসোর সরকার।

রয়টার্স বলছে, সোমবার সকালের দিকে প্রেসিডেন্টের বাসভবনের কাছে প্রেসিডেন্টের বহরের বেশ কয়েকটি সাঁজোয়া যান দেখা গেছে। এর মধ্যে একটি গাড়িতে রক্তের দাগ ছিল। প্রেসিডেন্টের বাসভবনের আশপাশের বাসিন্দারা বলেছেন, তারা রাতভর ভারী গোলাগুলির শব্দ শুনেছেন।

সূত্র: রয়টার্স।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন