সদরের শাখারিয়া ইউনিয়নে চলাচলের রাস্তা বন্ধ করে একটি পরিবারকে গৃহ বন্দি, প্রশাসনের সহযোগীতা চায় ভুক্তভোগীর পরিবার | Daily Chandni Bazar সদরের শাখারিয়া ইউনিয়নে চলাচলের রাস্তা বন্ধ করে একটি পরিবারকে গৃহ বন্দি, প্রশাসনের সহযোগীতা চায় ভুক্তভোগীর পরিবার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২২ ২১:৫০
সদরের শাখারিয়া ইউনিয়নে চলাচলের রাস্তা বন্ধ করে একটি পরিবারকে গৃহ বন্দি, প্রশাসনের সহযোগীতা চায় ভুক্তভোগীর পরিবার
মহাস্থান বগুড়া প্রতিনিধিঃ

সদরের শাখারিয়া ইউনিয়নে চলাচলের রাস্তা বন্ধ করে একটি পরিবারকে গৃহ বন্দি, প্রশাসনের সহযোগীতা চায় ভুক্তভোগীর পরিবার

বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নে জমিজমা সংক্রান্ত জেরে চলাচলে রাস্তা বন্ধ করে একটি পরিবারকে গৃহ বন্দি করে রাখার সংবাদ পাওয়া গেছে। সরে জমিনে ও ভুক্তভোগী সদরের শাখারিয়া ইউনিয়নের জঙ্গলপাড়া গ্রামের মৃত আজিমদ্দিনের পুত্র আনছার আলী জানান, আমার পিতার একটি ১২৬ নং খতিয়ানের ১৮ শতাংশ জমি। আমরা দুই ভাই ও দুই বোন। এ জমি সহ অন্যান্য জমি ইতিপূর্বেই তা অংশিদারদের মাঝে সমান ভাবে ভাগ বাটোয়ারা হয়েছে। তা সত্বেও আমার বড় ভাই মৃত আফছার আলীর ছেলে আঃ মোমিন নাকি আমার কাছে থেকে আরও জমি পাবে। সে সুত্র ধরে মোমিন গত ২৩/১/২২ ইং তারিখে গভীর রাতে দলবল নিয়ে আমার বাড়ীর পশ্চিম পাশে দিয়ে আমাদের চলাচলের একমাত্র রাস্তাটি আমার বাড়ী ঘেঁষে বাঁশের খুটি ও কাবলা দিয়ে সম্পূর্ণ বন্ধ করে যাতায়াতের পথ বন্ধ করেছে । আমরা পরিবারের কেউ বাহিরে বের হতে পারছিনা। যদি বের হই তাহলে প্রতিপক্ষরা আমাদেরকে খুন জখম ও মারপিট করবে বলে হুমকি দিচ্ছে।বিষয়টি দ্রুত সমধানের জন্য আমরা প্রশাসনের জরুরী হস্ত ক্ষেপ কামনা করছি। এব্যাপারে মোমিনের সাথে কথা বললে তিনি জানান আমাদের বাবদাদার সম্পূর্ন সম্পত্তি বুঝে পাইনি। রাস্তা আমরাই বন্ধ করে দিয়েছি, জমিজমার বিষয সমাধান হলেই রাস্তার বেড়া খুলে দিব।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন