আর বাড়ি ফেরা হলো না পল্লী চিকিৎসক রাসেলের | Daily Chandni Bazar আর বাড়ি ফেরা হলো না পল্লী চিকিৎসক রাসেলের | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২২ ২১:৫৯
আর বাড়ি ফেরা হলো না পল্লী চিকিৎসক রাসেলের
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ

আর বাড়ি ফেরা হলো না পল্লী চিকিৎসক রাসেলের

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার দাঁতমানিকা গ্রামের পল্লী চিকিৎসক রাসেল আহমেদ (৩০) এর বাড়িতে ফেরা হলো না । সোমবার বেলা ১১টার দিকে নন্দীগ্রাম উপজেলার বাঁশের ব্রিজ ও জামতলী এলাকার মাঝামাঝি স্থানে মোটরসাইকেল দূর্ঘটনা নিহত হয় রাসেল। সে উপজেলার দাঁতমালিকা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রাসেল আহমেদ তার ভাগ্নীকে সিংড়া রেখে রণবাঘার দিকে মোটরসাইকেল যোগে ফিরছিলেন। পথিমধ্যে বাঁশের ব্রিজ ও জামতলী এলাকার মাঝামাঝি স্থানে বসুন্ধরা পরিবহনের একটি বাসের সাথে তার ধাক্কা লাগে। এতে সে ঘটনাস্থলেই নিহত হন। নন্দীগ্রাম সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বারী বারেক নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় রাসেল আহমেদে নিহত হয়েছে। তার লাশ বাড়িতে নিয়ে আসা হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন