বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে র‍্যাবের হাতে গ্রেফতার ৫ | Daily Chandni Bazar বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে র‍্যাবের হাতে গ্রেফতার ৫ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২২ ২৩:২০
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে র‍্যাবের হাতে গ্রেফতার ৫
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে
র‍্যাবের হাতে গ্রেফতার ৫

বগুড়া শহরে ডাকাতির প্রস্তুতিকালে ৫ যুবককে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ১২ এর সদস্যরা। শহরের স্টেশন রোডে জান-ই-সাবা হাউজিং কমপ্লেক্সের সামনে থেকে রোববার রাত সাড়ে ১০টার দিকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৪টি ছুরি ও একটি রশিও উদ্ধার করা হয়ে বলে জানা গেছে। 
আটককৃতরা হলেন, শহরের কাটনারপাড়া এলাকার বাবু, উত্তর চেলোপাড়া বটতলা এলাকার নছিব রহমান, উপশহরে কসাইপাড়া এলাকার আশিদুল, ফুলবাড়ি মধ্যপাড়া এলাকার আরিফ এবং বাদুরতলা এলাকার সজীব প্রামাণিক।
সোমবার র‍্যাব- ১২ বগুড়া থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া ক্যাম্পের একটি দল জান-ই সাবা হাউজিং কমপ্লেক্সের সানমুন নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের বিপরীতে তিন মাথা থেকে সাতমাথা গামী সড়কের পাশে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় ওই ৫ জনকে আটক করে।
র‍্যাব- ১২ এর কোম্পানী কমান্ডার সোহরাব হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্যে তাদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন