করোনা নেগেটিভ অ্যাটর্নি জেনারেল | Daily Chandni Bazar করোনা নেগেটিভ অ্যাটর্নি জেনারেল | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২২ ১৪:৪৭
করোনা নেগেটিভ অ্যাটর্নি জেনারেল
অনলাইন ডেস্ক

করোনা নেগেটিভ অ্যাটর্নি জেনারেল

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন করোনা নেগেটিভ হয়েছেন।

সোমবার (২৪ জানুয়ারি) রাতে অ্যাটর্নি জেনারেল নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার করোনা টেস্টের রেজাল্ট নেগেটিভ এসেছে। আল্লাহর রহমতে সুস্থ হয়েছি। আগামী রোববার থেকে আদালতের কার্যক্রমে অংশ নেওয়ার ইচ্ছা আছে।

এর আগে গত ১৭ জানুয়ারি করোনা শনাক্ত হয় অ্যাটর্নি জেনারেলের। তিনি নিজ বাসায় আইসোলেশনে ছিলেন। চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা নিয়েছেন।

করোনা আক্রান্ত হয়ে সাবেক অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মারা যাওয়ার পর ২০২০ সালের ৭ অক্টোবর অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এএম আমিন উদ্দিন।

আমিন উদ্দিন ১৯৮৯ সালের ২৮ অক্টোবর সুপ্রিম কোর্টে তালিকাভুক্ত হন। তিনি ২০১৯-২০ মেয়াদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ছিলেন। তার আগে তিনি সমিতির সাধারণ সম্পাদকও নির্বাচিত হন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন