বগুড়ায় করোনায় বৃদ্ধের মৃত্যু: আক্রান্ত ২০০ | Daily Chandni Bazar বগুড়ায় করোনায় বৃদ্ধের মৃত্যু: আক্রান্ত ২০০ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২২ ২১:৪১
বগুড়ায় করোনায় বৃদ্ধের মৃত্যু: আক্রান্ত ২০০
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় করোনায় বৃদ্ধের মৃত্যু: আক্রান্ত ২০০

বগুড়ায় করোনাভাইরাস বাড়তে বাড়তে দুইশত ঘর ছুঁয়ে ফেললো। সর্বশেষ গত ২৪ ঘন্টায় নতুন করে ২০০ জন করোনায় আক্রান্ত হয়েছে। সুস্থ হয়েছে ২০ জন। নতুন করে জেলায় মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। 

মঙ্গলবার বগুড়া সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ শাহারুল ইসলাম জানান, গত ২৪ ঘন্টায় ৩৯৮টি নমুনা পরীক্ষায় নতুন করে ২০০ জন করোনায় আক্রান্ত হয়। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৬৩ জন, ধুনট ৩, গাবতলী ৪, শাজাহানপুরে ২৩, সারিয়াকান্দি ১, দুপচাঁচিয়া উপজেলায় ২, আদমদিঘিতে ৩, শিবগঞ্জে ১ জন। নতুন আক্রান্ত ২০০ জন জেলায় মোট করোনা আক্রান্ত হলো ২৩ হাজার ৩ জন। 
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ১৪৬ জন আক্রান্ত হন। জিনএক্সপার্ট টেস্টে ৮ জন, টিএমএসএস মেডিকেলে ২৪ আক্রান্ত হন। এন্টিজেন টেস্টে ২২ জন। 
গত ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছে ২০ জন। মোট সুস্থ হলো ২২ হাজার ৩০৪ জন। জেলায় সালেক উদ্দিন (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি জেলার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মারা যান। নতুন একজনের মৃত্যু নিয়ে জেলায় মোট মৃত্যু হলো ৬৮৯ জনের।
এছাড়া জেলার তিন হাসপাতালে করোনায় ৭৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালে ২৯, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ৩৫, টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ১৩ জন রয়েছে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন