দৈনিক সংক্রমণে যুক্তরাষ্ট্রকে ছাড়ালো ফ্রান্স | Daily Chandni Bazar দৈনিক সংক্রমণে যুক্তরাষ্ট্রকে ছাড়ালো ফ্রান্স | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২২ ১০:২১
দৈনিক সংক্রমণে যুক্তরাষ্ট্রকে ছাড়ালো ফ্রান্স
অনলাইন ডেস্ক

দৈনিক সংক্রমণে যুক্তরাষ্ট্রকে ছাড়ালো ফ্রান্স

মহামারি করোনাভাইরাসের দৈনিক সংক্রমণের দিক থেকে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে ফ্রান্স। ২৪ ঘণ্টায় সংক্রমণে ফ্রান্স শীর্ষে থাকলেও সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে।

ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ১ হাজার ৬৩৫ জন। এসময়ে ভাইরাসটিতে মারা গেছেন ৪৬৭ জন।

বুধবার (২৬ জানুয়ারি) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসের নিয়মিত আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ফ্রান্সে মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১ কোটি ৭৩ লাখ ২ হাজার ৫৪৮ জন। করোনায় দেশটিতে মোট মৃত্যু হয়েছে ১ লাখ ২৯ হাজার ৪৮৯ জনের।

এদিকে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ৩ লাখ ৮৩ হাজার ২২১ জন আক্রান্ত হয়েছেন। এসময়ে মারা গেছেন আরও ২ হাজার ৩৮৬ জন। দৈনিক সংক্রমণে দ্বিতীয় অবস্থানে থাকলেও প্রাণহানিতে শীর্ষে যুক্তরাষ্ট্র।

প্রাণঘাতি এ মহামারি শুরুর পর দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৭ কোটি ৩৩ লাখ ৮৯ হাজার ৩৩৪ জন এবং মারা গেছেন ৮ লাখ ৯৪ হাজার ৬৫৫ জন।

দৈনিক মৃত্যুতে যুক্তরাষ্ট্রের পরেই তালিকায় উপরের সারিতে রয়েছে রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, আর্জেন্টিনা, ব্রাজিল ও স্পেনের মতো দেশগুলোর।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন