
বগুড়ার শেরপুরে দূরপাল্লার বাসের সাথে সিএনজির মুখোমুখি সংর্ঘষে ঘটনাস্থলইে ৫ জন নিহত হয়েছেন। বুধবার বিকাল সাড়ে চারটায় ঢাকা বগুড়া মহাসড়কে রাজাপুর নামক স্থানে এই র্দুঘটনা ঘটে।
স্থানীয়রা জানান এলাকার মির্জাপুর থেকে যাত্রী বোঝাই একটি সিএনজি ছোনকার উদ্দেশ্যে রওনা দেয়। অদূরেই রাজাপুর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক হতে ঢাকা থেেক নওগাঁগামী হানিফ পরিবহনের একটি বাস সিএনজিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নারীসহ পাঁচ জন সিএনজি যাত্রী মারা যান। নিহতদের একজন সুঘাট ইউনিয়নের চমরপাথালিয়া গ্রামের আনোয়ার হোসন (৩৫) বলে জানা গেছে।
এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনর্চাজ এস এম বানিউল আনাম জানান, ঘটনাস্থলে এসে লাশগুলো উদ্ধার করেছি। মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এখন পর্যন্ত নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি। ঘাতক বাসকে আটক করে পুলশি হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন