বগুড়ায় করোনায় নতুন আক্রান্ত ১৭৭ | Daily Chandni Bazar বগুড়ায় করোনায় নতুন আক্রান্ত ১৭৭ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২২ ০০:২৪
বগুড়ায় করোনায় নতুন আক্রান্ত ১৭৭
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় করোনায় 
নতুন আক্রান্ত ১৭৭

গত ২৪ ঘন্টায় বগুড়ায় করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ১৭৭ জন। সুস্থ হয়েছে ৩২ জন। 

বুধবার বগুড়ার ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় ৪৩২টি নমুনা পরীক্ষায় নতুন করে ১৭৭ জন করোনায় আক্রান্ত হয়। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৪২ জন, শাজাহানপুরে ১৩, শেরপুরে ১০, ধুনটে ৪জন, গাবতলীতে ৩জন, শিবগঞ্জে ৩ জন ও আদমদিঘি উপজেলায় ২জন। নতুন আক্রান্ত ১৭৭ জন নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হলো ২৩ হাজার ১৮০ জন। 
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ও টিএমএসএস হাসপাতালে আরটিপিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ১৪৩ জন আক্রান্ত হন। জিনএক্সপার্ট টেস্টে ৭ জন, টিএমএসএস মেডিকেলে ২৪ আক্রান্ত হন। এন্টিজেন টেস্টে ২৭ জন। 
গত ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছে ৩২ জন। মোট সুস্থ হলো ২২ হাজার ৩৩৬ জন। জেলায় মোট মৃত্যু হয়েছে ৬৮৯ জনের।
এছাড়া জেলার তিন হাসপাতালে করোনায় ৮৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালে ৩৭, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ৩৫, টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ১৫ জন রয়েছে।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন