বিধি নিষেধ অমান্য করায় বগুড়ায় ২ কোচিং সেন্টারকে জরিমানা | Daily Chandni Bazar বিধি নিষেধ অমান্য করায় বগুড়ায় ২ কোচিং সেন্টারকে জরিমানা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২২ ০০:২৭
বিধি নিষেধ অমান্য করায় বগুড়ায় ২ কোচিং সেন্টারকে জরিমানা
ষ্টাফ রিপোর্টার

বিধি নিষেধ অমান্য করায় বগুড়ায় 
২ কোচিং সেন্টারকে জরিমানা

করোনা সংক্রমণের মধ্যে সরকারি আদেশ অমান্য করে বগুড়ায় কোচিং সেন্টার খোলা রাখায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুর ১২ টায় শহরের স্নিগ্ধা আবাসিক এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকার ক্রিয়েটিভ কোচিং সেন্টারকে ৩ হাজার ও টিউলিপ কেচিং সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় । ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা৷ 

তিনি জানান, কোচিং সেন্টার দুটি খোলা রেখে ক্লাস চলছিল। সরকারি আদেশ অমান্য করে স্কুল খোলা রাখায় তাদের ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনায় জেলা পুলিশ ও এপিবিএন সদস্যরা উপস্থিত ছিলেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন