বগুড়ায় মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য ডিবির জালে গ্রেফতার | Daily Chandni Bazar বগুড়ায় মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য ডিবির জালে গ্রেফতার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২২ ০০:২৯
বগুড়ায় মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য ডিবির জালে গ্রেফতার
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় মোটরসাইকেল চোর চক্রের ২
সদস্য ডিবির জালে গ্রেফতার

বগুড়ায় চুরিকৃত মোটরসাইকেল উদ্ধারে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এদিকে অভিযানে উদ্ধার করাও হয়েছে চুরিকৃত মোটরসাইকেলটি। 

গ্রেফতারকৃতরা হলেন, বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার মৃত আবু কাশেমের ছেলে জাহিদুল ইসলাম (৩০) ও গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার আব্দুল বারীর ছেলে জাহাঙ্গীর আলম(৪১)। 
জেলা গোয়েন্দা শাখা তাদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নন্দীগ্রাম নিবাসী ফারুক হোসেনের ব্যবহৃত ডিসকভার ১৩৫ সিসি  মোটর সাইকেল (বগুড়া ল ১১-১০৭০) উপজেলার কুন্দারহাট বাজার থেকে বুধবার রাতে হারিয়ে যায়। 
এরপর ওই রাতে তিনি নন্দীগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন। তার অভিযোগের ভিত্তিতে ডিবি পুলিশ 
বৃহস্পতিবার সাঘাটায় অভিযান চালিয়ে জাহাঙ্গীরকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জাহিদুলকে শাজাহানপুর থেকে গ্রেফতার করে ডিবির সদস্যরা।  
বগুড়া জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ ইন্সপেক্টর সাইহান ওলিউল্লাহ জানান, গ্রেফতারকৃতদের নন্দীগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে। শুক্রবার দুপুরের পর তাদের আদালতে পাঠানো হয়েছে।
এদিকে মোটরসাইকেল চোর চক্রের বিরুদ্ধে ডিবির এই অভিযান কে স্বাগত জানিয়ে সাধারণ মানুষের স্বার্থে এই অভিযান অব্যাহত রাখার মাধ্যমে এই সিন্ডিকেটের সকল কে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন বগুড়ার আপামর জনসাধারণ।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন