বগুড়ায় র‍্যাবের অভিযানে ৮১৩৭ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ২ | Daily Chandni Bazar বগুড়ায় র‍্যাবের অভিযানে ৮১৩৭ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ২ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২২ ০০:৩৪
বগুড়ায় র‍্যাবের অভিযানে ৮১৩৭ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ২
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় র‍্যাবের অভিযানে ৮১৩৭ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ২

 বগুড়ায় ওষুধ ব্যবসার আড়ালে ট্যাপেন্টাডল বিক্রির অভিযোগে বৃহস্পতিবার রাতে শহরের খান মার্কেট উত্তরণ ফার্মেসীতে অভিযান চালিয়ে ২ জন কে গ্রেফতার করেছে র‍্যাব-১২ এর সদস্যরা।

এসময় উক্ত ফার্মেসী ও তাদের গোডাউনে অভিযান চালিয়ে ৮ হাজার ১৩৭ পিস ট্যাপেন্টাডল ওষুধ (মাদকদ্রব্য) জব্দ করে র‍্যাব।
শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের তথ্য নিশ্চিত করেছে র‍্যাব।
গ্রেফতারকৃতরা হলেন- উত্তরন ফার্মেসির মালিক শাজাহানপুর উপজেলার মাদলা এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে আপেল মাহমুদ(৩২) এবং দোকানের কর্মচারী সুজাবাদ এলাকার মোজাহার আলীর ছেলে নুরুজ্জামান ফকির(৩০)। 
 
র‍্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার সোহরাব হোসেন জানান, ওষুধ ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে উত্তরন ফার্মেসি ট্যাপেন্টাডল বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফার্মেসী ও তাদের গোডাউন থেকে মোট ৮ হাজার ১৩৭ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয় এবং ২ জন কে গ্রেফতার করা হয়। 
তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও তিনি মাদকের সাথে সম্পৃক্ত কারো শেষ রক্ষা হবে না মর্মে কঠোর হুশিয়ারি দেন তাই সময় থাকতেই সকল কে সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন