বঙ্গবন্ধু সাফারি পার্কের অসুস্থ জেব্রাদের চিকিৎসায় মেডিকেল বোর্ড | Daily Chandni Bazar বঙ্গবন্ধু সাফারি পার্কের অসুস্থ জেব্রাদের চিকিৎসায় মেডিকেল বোর্ড | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২২ ১৬:১২
বঙ্গবন্ধু সাফারি পার্কের অসুস্থ জেব্রাদের চিকিৎসায় মেডিকেল বোর্ড
অনলাইন ডেস্ক

বঙ্গবন্ধু সাফারি পার্কের অসুস্থ জেব্রাদের চিকিৎসায় মেডিকেল বোর্ড

গাজীপুরের শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আরো দুটি জেব্রা অসুস্থ হয়ে পড়েছে। জেব্রাগুলোর জরুরি চিকিৎসা প্রদান এবং এধরনের অসুস্থতার কারণ উদঘাটনে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের সদস্যরা সাফারি পার্কে এক জরুরি সভায় মিলিত হয়েছেন। এ বোর্ডের পরামর্শ মতো প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে বন বিভাগ।

শনিবার (২৯ জানুয়ারি) পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার দীপঙ্কর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মেডিকেল বোর্ডের সদস্যরা হলেন, জাতীয় চিড়িয়াখানার অবসরপ্রাপ্ত কিউরেটর ড. এবিএম শহীদুল্লাহ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রফিকুল আলম, প্রফেসর আবু হাদি মো. নুর আলী খান এবং সাফারি পার্কের ভেটেরিনারি চিকিৎসক হাতেম সাজ্জাদ মো. জুলকারনাইন।

বিশেষজ্ঞ হিসেবে সভায় যোগদান করেছেন কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালের পরিচালক ড. শফিউল আহাদ সরদার স্বপন এবং কেন্দ্রীয় রোগ অনুসন্ধান গবেষণাগারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. গোলাম আজম চৌধুরী (টুলু)।

সাফারি পার্কে চলতি মাসে ৯টি জেব্রা মারা গেছে। জেব্রাগুলোর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং করণীয় বিষয়ে মতামত প্রদানের লক্ষ্যে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এর মধ্যেই আরো দুটি জেব্রা অসুস্থ হয়ে পড়লো।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন