শাজাহানপুরে চিকিৎসা সহায়তা ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ | Daily Chandni Bazar শাজাহানপুরে চিকিৎসা সহায়তা ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২২ ২২:৫৮
শাজাহানপুরে চিকিৎসা সহায়তা ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ
শাজাহানপুর বগুড়া প্রতিনিধি

শাজাহানপুরে চিকিৎসা সহায়তা ও 
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে
 প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ

বগুড়ার শাজাহানপুর ও গাবতলী উপজেলার অসহায় পরিবারে চিকিৎসা সহায়তা ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অনুদানের চেক বিতরণ করেছেন বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মো: রেজাউল করিম বাবলু।
গতকাল শনিবার দুপুরে মাঝিড়াস্থ গোলবাগী মঞ্জিলে চেক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি নজরুল ইসলাম, এমপি’র ব্যক্তিগত সহকারী রেজাউল করিম প্রমুখ। দু’টি উপজেলার  ১১টি পরিবারের মাঝে  ৪ লাখ ৮০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন