গাবতলী হাসপাতালে ১২জন করোনায় আক্রান্ত | Daily Chandni Bazar গাবতলী হাসপাতালে ১২জন করোনায় আক্রান্ত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২২ ২৩:১১
গাবতলী হাসপাতালে ১২জন করোনায় আক্রান্ত
গাবতলী (বগুড়া) প্রতিনিধি

গাবতলী হাসপাতালে ১২জন করোনায় আক্রান্ত

বগুড়ার গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও নার্সসহ মোট ১২জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা হলেন ডাঃ ইরিন শাহিদ, ডাঃ আপেল মাহমুদ, মেডিক্যাল টেকনোলজিস্ট ডেন্টাল শফিকুল ইসলাম, মেডিক্যাল উপ-সহকারী কমিউনিটি অফিসার রীতা রানী, সিনিয়র স্টাফ নার্স কোহিনুর আকতার, কোহিনুর বেগম, নাজমা খাতুন ও মাহমুদ হাসান, এ্যাম্বুলেন্স ড্রাইভার মোঃ হোসাইন আলম, টিকেট ক্লার্ক আজিজুল হক, পরিচ্ছন্ন কর্মী খুকি ও মিড ওয়াইফ বাবলী খাতুন। উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তা ডাঃ শারমীনা পারভীন জানান, গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মোট জনবল ২’শ ৫৩জন। এরমধ্যে দায়িত্বে রয়েছেন ১’শ ৯৮জন। ৫৫জনের পদ এখনো শূন্য রয়েছে। তিনি এক প্রশ্নের জবাবে বলেন, গাবতলী হাসাপাতাল থেকে কোভিড-১৯ এর ১ম ডোজ টিকা নিয়েছেন শতকরা ৬৭জন, ২য় ডোজ নিয়েছেন শতকরা ২২জন এবং ৩য় ডোজ নিয়েছেন মাত্র ১হাজার জন। ডাঃ শারমীনা পারভীন আরো জানান, আমাদের হাসপাতালে পর্যাপ্ত টিকা মজুদ রয়েছে। অসচেতনতার কারণে অনেকেই ২য় ডোজ ও ৩য় ডোজ টিকা এখনো গ্রহণ করেননি। তবে সুস্থ্য থাকতে হলে সবার টিকা নেয়া অতিব জরুরী বলে তিনি স্থানীয় সাংবাদিকদের জানান। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন