শেরপুরে আন্ত: জেলা প্রতারক চক্রের ২ সদস্য আটক | Daily Chandni Bazar শেরপুরে আন্ত: জেলা প্রতারক চক্রের ২ সদস্য আটক | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২২ ২৩:১৬
শেরপুরে আন্ত: জেলা প্রতারক চক্রের ২ সদস্য আটক
শেরপুর(বগুড়া)প্রতিনিধিঃ

শেরপুরে আন্ত: জেলা প্রতারক চক্রের ২ সদস্য আটক

বগুড়ার শেরপুরে ভোগ্যপণ্য প্রতিষ্ঠানের কয়েক লক্ষ টাকার মালামাল প্রতারণা করে নেয়ার অভিযোগে কাওছার (২৬) ও শাহিন (২৫) কে আটক সহ মালামাল উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার (২৮জানুয়ারী) রাতে আন্ত: জেলা প্রতারক চক্রের এই দুই সদস্যকে আটক করে শেরপুর থানা পুলিশ।
জানা যায়, উপজেলার মির্জাপুর ইউনিয়নের ভাদাইসপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. কাওছার ও সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার হাজরাহাটি গ্রামের মৃত কামাল হোসেনের ছেলে শাহিন গত ২৪ জানুয়ারী ঢাকার উত্তরা দক্ষিনখানের ভোগ্যপণ্য কংক্রিট সোর্সিং কোম্পানীর অফিসে গিয়ে ১০ লাখ টাকার ৬ হাজার লিটার সয়াবিন তেল, ৫০ লিটার সরিষার তেল ও ৩ হাজার প্যাকেট মশার কয়েল অর্ডার দেয়। এতে প্রতারক চক্র নগদ টাকা না দিয়ে ইসলামী ব্যাংকের একটি চেক দেয়। সেই প্রেক্ষিতে কোম্পানী মালামাল গুলো গত বৃহস্পতিবার সকালে পাঠিয়ে দেয়। মালামাল আসার পর প্রতারক শাহিন ওইদিন দুপুরের দিকে কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা বাজারে অর্ধেক মাল গোডাউনে না নিয়ে অন্য একটি ট্রাকে নিয়ে যায়। বাকি অর্ধেক মালামাল শেরপুরে পাঠিয়ে দেয়। কাওছার সারাদিন মালামাল নিয়ে ঘোরাফেরা করে শেরপুরের চান্দাইকোনা বগুড়া বাজার এলাকায় অন্য একটি ট্রাকে নামিয়ে নেয়। পরে টাকা দেয়ার কথা বলে সুযোগ বুঝে সটকে পরে। এ ঘটনায় কংক্রিট সোর্সিংয়ের ডেলিভারি ম্যানেজার রোকনুজ্জামান বাদি হয়ে শেরপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে শেরপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলামের নের্তৃত্বে নিজ নিজ এলাকা থেকে চক্রের ২ সদস্যকে আটক এবং মালামাল উদ্ধার করেন। 
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, অভিযান চালিয়ে প্রথমে কাওছার কে আটক করি। কাওছারের কাছ থেকে তথ্য নিয়ে পরে কাজিপুর থেকে শাহিন কে আটক করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন