বগুড়ায় কলেজছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার ২ | Daily Chandni Bazar বগুড়ায় কলেজছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার ২ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২২ ২৩:৩৮
বগুড়ায় কলেজছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার ২
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় কলেজছাত্রীকে ধর্ষণ
চেষ্টার অভিযোগে গ্রেফতার ২

বগুড়ায় এক কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ২ যুবককে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। রোববার ভোর ৪ টার দিকে বগুড়া সদরের ফাঁপোড় ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, শহরের পুরান বগুড়া এলাকার আকরাম আলীর ছেলে শাহরিয়ার সানি (৩২) ও আতাউল্লাহর ছেলে মোহাম্মাদ কোরবান (২৯)। এ ঘটনায় আরেক অভিযুক্ত মোহাম্মাদ রবিন (২৮) এখনও পলাতক আছেন৷ 
এর আগে ১৪ জানুয়ারি ভুক্তভোগী ওই ছাত্রীর মা বাদী হয়ে সদর থানায় ওই ৩ জনকে অভিযুক্ত করে ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেন। 
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই ছাত্রী অভিযুক্ত শাহরিয়ার সানির পূর্ব পরিচিত। ১৩ জানুয়ারি ছাত্রী শহরের জলেশ্বরীতলা এলাকায় তার বান্ধবীদের সাথে ঘুড়তে আসেন। ওই সময় সানি ভুক্তভোগীকে নিজ নিজ বাড়িতে যাওয়ার কথা বলে রিকশা করে নিয়ে যায়। এক পর্যায়ে শহরের ওয়াবদা গেট এলাকায় পৌঁছালে সানি ছাত্রীকে জোর করে রবিনের বাসায় নিয়ে যায়। পরে সেখান আগে থেকে উপস্থিত বাকি দুই অভিযুক্তসহ তিনজন ওই ছাত্রীকে ধর্ষণ চেষ্টা চালায় ও মারধর করে। একপর্যায়ে ভুক্তভোগী চিৎকার শুরু করলে সানি ও তার সহযোগিরা তাকে ছেড়ে দেয়। 
মামলার তদন্তকারী কর্মকর্তা ও বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, তারা এজাহারভুক্ত ২ জন  অভিযুক্তকে গ্রেফতার করতে পেরেছেন। তাদের শনিবার দুপুরের পর আদালতে পাঠানো হয়েছে৷ অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন