প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২২ ২১:০০
সিনহা হত্যা মামলা : এপিবিএন’র তিন সদস্যসহ ৭ জনকে খালাস
অনলাইন ডেস্ক
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যার মামলার রায় ঘোষণা করা হয়েছে। এতে বরখাস্ত ওসি প্রদীপ ও এসআই লিয়াকতকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এতে এপিবিএন’র তিন সদস্যসহ ৭জনকে খালাস দেওয়া হয়েছে। যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে ৬ জনকে।
সোমবার কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাঈল এ রায় ঘোষণা করেন।
এর আগে ২টার দিকে এই মামলার ১৫ আসামিকে কঠোর নিরাপত্তায় আদালত চত্বরে আনা হয়।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন